কুমিল্লা নগরীতে ১৮ হাজার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবরিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মে রাত সাড়ে ৭টায় নগরীর রেইসকোর্স এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার গোলাবাড়ীর আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে দেলোয়ার হোসেন ভূঁইয়া (৩২), ধর্মপুরের কাজী মঈনউদ্দিনের ছেলে কাজী মহিউদ্দিন নাজমুল (৩২), রেইসকোর্সের মৃত মোবারক হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন হিমেল (৩২) এবং বুড়িচং উপজেলার মজলিশপুর গ্রামের মৃত কাজী এমদাদুল হকের ছেলে নাজমুল হক (৩৫)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
Last Updated on May 16, 2023 7:36 pm by প্রতি সময়