দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় নিউমার্কেটে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পলিথিন ব্যাগ রাখা ও বিক্রির অপরাধী এক দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (২ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন ব্রহ্মান আদালতের প্রসিকিউশন পরিচালনা করেন।
অভিযান চলাকালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
Last Updated on November 2, 2024 8:03 pm by প্রতি সময়