নির্বাচন বর্জনের মিছিল শুরুর আগে কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য এবং বিএনপির ১২ নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিয়ে নগরীর মনোহরপুর এলাকায় সরকারি মহিলা কলেজের সামনে জড়ো হলে এ সংঘর্ষ হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নগরীতে মিছিল করতে চেয়েছিলাম। পুলিশ বিনা উস্কানিতে মিছিলে বাধা দেয় এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এতে ১২ নেতাকর্মী আহত হয়েছেন।
জানা যায়, শনি ও রোববারের হরতাল সফল করতে শুক্রবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নগরীতে মিছিল বের করার চেষ্টা করে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর মহিলা কলেজের সামনে জড়ো হতে থাকেন। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতা-কর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করে।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, নাশকতার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা মহিলা কলেজ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ৪ জন সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০৭ রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
Last Updated on January 5, 2024 5:24 pm by প্রতি সময়