অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার ও বকেয়া গ্যাস বিল আদায়ের অভিযানিক কার্যক্রম পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
বুধবার দিনভর কুমিল্লা নগরীর মোগলটুলি, পুরাতন চৌধুরীপাড়া, সংরাইশ ও শুভপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে বিজিডিসিএল কর্তৃপক্ষ ১০টি অনুমোদনহীন অতিরিক্ত চুলা ও বিল বই ছাড়া ১৩টি সংযোগ বিচ্ছিন্ন করে।
এর মধ্যে কুমিল্লা নগরীর ১৭নম্বর ওয়ার্ড সুজানগর এলাকায় মৌলভী বাড়ির হানিফ মিয়ার ৬ তলা ভবনের ৩ টি অবৈধ সংযোগ এবং ৬ লাখ ২৮ হাজার টাকা বকেয়া পরিশোধ না করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বিজিডিসিএল কর্তৃপক্ষ। এছাড়াও একই এলাকার এসহাক মিয়ার বাড়ির গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মোগলটুলি, পুরাতন চৌধুরীপাড়া, ও শুভপুর এলাকায় ১৯টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
Last Updated on August 9, 2023 10:06 pm by প্রতি সময়