সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মুরাদনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান চলছে খোলা জায়গায় দ্বীনি শিক্ষা বিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সোনালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা হোটেল ডায়নার ওয়েটার তফাজ্জল দুই বার বিসিএসে উত্তীর্ণ কন্যার গর্বিত পিতা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা রাখার আহ্বান হাসনাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৬ লক্ষাধিক টাকার মৃত্যু দাবির চেক পেলেন নমিনী দেলোয়ার ও নাজমুলের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ কৃষি উদ্যানে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস করলো কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ নেই : কুমিল্লার সম্মেলনে আমিরে জামায়াত এক ময়লার ভাগাড়ে ‘নরক যন্ত্রণায়’ দশ গ্রামের মানুষ * রিসাইক্লিং ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ * সুখবর নেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রকৃত গণমাধ্যম কর্মীরাই পারে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে: বরকত উল্লাহ বুলু স্বৈরাচারী হাসিনা মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার স্বৈরাচারী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল ভারত : বিএনপি নেতা হাজী ইয়াছিনন কুবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন গ্রেফতার কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার

কুমিল্লা নগরীতে বৈশাখি মাছের মেলায় ঐতিহ্যের ছোঁয়া 

সাদিক মামুন
  • আপডেট টাইম রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯২ দেখা হয়েছে

বাজার ছাপিয়ে সড়কের দুই পাশে বৈশাখি মাছের মেলা ঘিরে হাজারো মানুষের কলরবে মুখরিত হয়ে ওঠে কুমিল্লার ঐতিহ্যবাহী রাজগঞ্জ, মোগলটুলি ও সংলগ্ন এলাকা। রাজগঞ্জ বাজারের মাছের মেলায় এ অঞ্চলের লোকজন খুঁজে পায় বাঙালি ঐতিহ্যের ছোঁয়া।

 

পহেলা বৈশাখের সকালে বাতাসে ছড়িয়ে পড়া হাজারো মাছের আঁশটে ঘ্রাণ জানান দেয় এটি রাজগঞ্জ বাজারের মাছের মেলা। যার পরিধি ঠেকেছে বাজার সংলগ্ন এলাকার দুইদিকের সড়কে। মৎস্যখাতে বিপ্লব সৃষ্টি করা কুমিল্লা জেলায় কেবলমাত্র নগরীতেই নববর্ষের প্রথমদিনে কয়েককোটি টাকার মাছ বিক্রি হয়েছে।

 

ঐতিহ্য ও বিশেষত্বের জায়গায় এসে দাঁড়িয়েছে কুমিল্লা নগরীর রাজগঞ্জের বৈশাখি মাছের মেলা। যুগ যুগ ধরে বৈশাখী মাছের মেলার ঐতিহ্য টিকিয়ে রেখেছে রাজগঞ্জের মৎস্য ব্যবসায়িরা। পহেলা বৈশাখ ঘিরে রাজগঞ্জ মৎস্য বাজারের ভেতর ছাপিয়ে মাছের মেলা স্থান করে নেয় একসময়ের ঢাকা-চট্টগ্রাম সড়কের দুইপাশে মোগলটুলির পূর্বদিকের মোরগবাজার, থানা রোড হয়ে পশ্চিমদিকে হাইস্কুল পর্যন্ত এলাকা।

বৈশাখের প্রথমদিন ভোরের সুর্য উঠার আগেই মৎস্য আড়তগুলোতে হাকডাক শুরু। আর ভোর ছয়টা থেকেই বিক্রেতারা বড় থালা-ঢালায় মাছ সাজানোর কাজ শুরু করেন। বৈশাখের প্রথম দিনে রাজগঞ্জ বাজার ও সংলগ্ন সড়কে মাছের মেলার এমন দৃশ্য কেবল ক্রেতাই নয়, শিশু-কিশোরাও উপভোগ করেছে। বৈশাখি মাছের মেলা নতুন প্রজন্মের চোখে সৃষ্টি করেছে বিস্ময়। অনেকে বড় আকারের মাছের সাথে সেলফি তুলে উল্লাস প্রকাশ করেছে।

 

রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উদযাপন হয় সারা দেশে। এদিন রাজগঞ্জসহ নগরীর অন্যান্য বাজারে বড় আকারের মাছ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। নগরীর বাজারগুলোতে ভোর ৬টা থেকে বিকেল পর্যন্ত কাতল, রুই, চিতল, ব্রিগেড, ঘাসকার্প, সিলভারকার্প ও বোয়াল মাছের মেলা জমে উঠে। তিন কেজি থেকে শুরু করে সর্বোচ্চ বিশ কেজি ওজনের মাছ বিক্রেতাদের থালায়-ঢালায় ঠাঁই পেয়েছে। তিনশো থেকে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছে মাছ। আবার বড় বড় হাফড্রামে পানিতে রেখে জীবিত মাছও খুশি মনে কিনেছেন ক্রেতারা। এসব মাছ যশোর, রাজশাহী, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, আশুগঞ্জ থেকে ট্রাকযোগে ‘বিশেষ পদ্ধতিতে’ জীবিত রেখে বাজারে আনা হয়।

 

দেশিয় মাছ দাউদকান্দি, চান্দিনা, দেবিদ্বার, চান্দিনা, লাকসাম, ব্রাহ্মণপাড়া থেকে রাজগঞ্জসহ নগরীর অন্যান্য বাজারে স্থান পায়। নগরীতে রাজগঞ্জ, চকবাজার, নোয়াপাড়ায় প্রায় ৩৫টি মাছের আড়ত রয়েছে। আড়তের বাইরে পুকুর-দিঘী থেকে ধরা মাছও বাজারে তুলেছেন বিক্রেতারা।

 

মাছ বিক্রেতা আনিস জানান, সে রাজগঞ্জ বাজারের ভেতরে মাছ বিক্রি করে। পহেলা বৈশাখ ঘিরে তারা কয়েকজন মিলে সড়কের পাশে ঢালা পেতে বসেছে। দেবিদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া থেকে তারা মাছ আনেন। মাছের দাম কম-বেশি বড় কথা নয়, বৈশাখের প্রথম দিন সবাই আনন্দের সঙ্গে মাছ কিনে থাকেন।

 

নগরীর রাজগঞ্জ বাজারের মৎস্য আড়তদার মোবারক জানান, এবারে নববর্ষের প্রথমদিন রাজগঞ্জে যে পরিমান মাছ স্থান পেয়েছে তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বিভিন্ন প্রজাতির মধ্যে ৮০ভাগই বিক্রি হয়েছে কাতল মাছ। মুলত বৈশাখে মাছের মেলায় কাতলের দিকেই ক্রেতাদের দৃষ্টি বেশি পড়ে।

Last Updated on April 14, 2024 8:29 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102