কলেজ ছাত্র মিথুন ভূইয়ার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডে মৌলভীপাড়া এলাকায় মিথুন ভ‚ইয়া নামে এক কলেজ ছাত্র খুন হয়। মিথুন সে¦চ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সমন্বয়কের দায়িত্ব পালন করতেন।
সোমবার (৩০ আগস্ট) বেলা ১২ টায় কুমিল্লা নগরীর প্রানকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে মিথুন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত কলেজ ছাত্র মিথুনের বাবা লিটন মিয়া, মা শিরিন আক্তার, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার উপদেষ্টা সাইফুল আলম রনি প্রমুখ।
মানবন্ধনে উপস্থিত কুমিল্লার সুশীল সমাজের নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সদস্যরা হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধন শেষে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য জেলা পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 30, 2021 9:26 pm by প্রতি সময়