কুমিল্লা বিএনপি অফিসের সামনের সড়কে যুবদল-পুলিশ সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় পুলিশ ১০ কর্মীকে আটক করেছে।
শুক্রবার বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মুনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে কুমিল্লা মহানগর যুবদল ও জেলা যুবদল।
এসময় যুবদলের মিছিলটি দলীয় কার্যালয় থেকে কান্দিরপাড়ের দিকে যেতে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে যুবদলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
যুবদলনেতাদের অভিযোগ, বিনা উস্কানিতে পুলিশ যুবদলের বিক্ষোভ সমাবেশ পন্ড করতে লাঠিচার্জ করেছেন। ১০/১৫জন নেতাকমী আহত হয়েছেন।পুলিশ অন্তত ১০ জন কর্মীকে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ভিক্টোরিয়া কলেজ রোড কান্দিরপাড় এলাকায় পুলিশ দায়িত্বে ছিলো। পুলিশ যুবদল নেতাকর্মীদের আহবান জানিয়েছে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করতে। এসময় যুবদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। আত্নরক্ষার্থে পুলিশ যুবদলকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের ওপর হামলার দায়ে ১০যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে যুবদলের ওই মিছিলের কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, সদস্য সচিব রোমান হাসান।
Last Updated on June 9, 2023 11:10 pm by প্রতি সময়