দৈনিক দেশ প্রতিক্ষণ ও বেঙ্গল টাইমস অনলাইন নিউজ পোর্টাল প্রতিনিধি মো. মনির হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা।
কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার আহাদ উল্লাহ নামে এক ব্যক্তি এ হুমকি দেন। এ ঘটনায় বুধবার রাতে মনির হোসেন কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারন সম্পাদক মো. মনির হোসেন জানান, বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে কুমিল্লা নগরীর মনোহরপুর সোনালী ব্যাংকের সামনে রাস্তার পাশে তাকে দাঁড়ানো অবস্থায় দেখে গালমন্দ ভয়-ভীতি প্রদর্শন ও মনোহরপুরের এলাকায় মিডিয়া সংক্রান্ত ব্যক্তিগত অফিস চালাতে দেবে না বলে হুঁশিয়ারি দেয়। এমনকি সুযোগ পেলে আহাদ উল্লাহ তাকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।
গণমাধ্যমকর্মী মনির হোসেন অভিযোগ করেন, আহাদ উল্লাহর অপকর্মের বিরুদ্ধে নিউজ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সে তার স্ত্রী তাসপিয়া তাহরিন নিশির প্ররোচনায় হুমকি দিয়েছে।
এছাড়াও আহাদ উল্লাহ বিরুদ্ধে একটি মামলার তদন্ত চলাকালে তদন্তকারী অফিসার ঘটনার বিষয়ে মনির হোসেনের বক্তব্য নেওয়ায় আহাদ উল্লাহ তার উপর ক্ষিপ্ত হয়।
সাংবাদিক মনির হোসেন এ ঘটনায় তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা ও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
Last Updated on April 4, 2024 10:39 am by প্রতি সময়