কুমিল্লা নগরীতে হরতাল বিরোধী মিছিলে হার্ট অ্যাটাকে মারা গেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
রবিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় হরতালবিরোধী মিছিলের অগ্রভাগে থাকা ওই নেতা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান বেঁচে নেই।
নিহত আওয়ামী লীগ নেতার নাম মোঃ বেলাল হোসেন। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বাড়ি নগরীর কাপ্তানবাজার এলাকায়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলাল মিছিল নিয়ে কাপ্তানবাজার থেকে কান্দিরপাড় আসে। এ সময় বুকে ব্যাথা অনুভব করে সড়কেই ঢলে পড়েন। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হসপিটালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Last Updated on October 29, 2023 4:23 pm by প্রতি সময়