ক্লিন কুমিল্লা-গ্রীন কুমিল্লা, স্বাস্থ্যবিধি মেনে চলুন-পরিস্কার পরিচ্ছন্ন থাকুন, বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি, আপনার চারপাশ পরিস্কার রাখুন-পরিবেশ বাঁচান এ শ্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় এবং পর্যায়ক্রমে সমগ্র কুমিল্লা জেলায় ব্যাপক পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।
এরই অংশ হিসেবে সোমবার (৩০ আগস্ট) মাছ চাষের উদ্দেশ্যে হাজা-মজা পুকুর সংস্কার কার্যক্রম এর আওতায় কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় অবস্থিত দেড়শ বছরের পুরানো সরকারি খাস খতিয়ানভূক্ত ঐতিহ্যবাহি ‘কার্জন কুটির পুকুর’ সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
সাংবাদিকদের তিনি বলেন, আমাদের চার পাশের পরিবেশ পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ।
এছাড়াও কুমিল্লা নগরীর টমছম ব্রীজ এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে ক্লিন কুমিল্লা-গ্রীন কুমিল্লা শিরোনামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এতে সহযোগিতা করছে কুমিল্লা সিটি করপোরেশন ও বিডি ক্লিন কুমিল্লা।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 30, 2021 8:53 pm by প্রতি সময়