কুমিল্লা নগরীর কুচাইতলী এলাকায় আল আমিন গ্রীণফুড নামে একটি কারখানায় মসলায় ও বেসনে রং মেশানোর দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের তদারকি টিম।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে তদারকি অভিযান পরিচালনার সময় এ জরিমানা করা হয়। এসময় দুই কেজি রং ধ্বংস করা হয়। পাশাপাশি কারখানার মালিক বাহার মিয়াকে সতর্ক করা হয়।
তদারকি অভিযানের সময় আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে সবধরণের ব্যবসায়ি, খাদ্যপন্য উৎপাদন কারখানার মালিক-শ্রমিকদের বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
Last Updated on March 9, 2023 7:57 pm by প্রতি সময়