কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টীম নগরীর চকবাজার থেকে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন হোসেন (৩০) চকবাজার ট্রাংক রোড সংলগ্ন সিটি সুপার মার্কেটের নীচ তলায় একটি গোডাউন ভাড়া করে এই ব্যবসা চালাতো।তার “বকশী সুইটস এন্ড ফল ভান্ডার” নামে চকবাজার এলাকায় একটি ফলের দোকান আছে। গোডাউনটি আসামী সুমন জহিরুল আলম এর কাছ থেকে ভাড়ায় গ্রহন করে ফলের গোডাউন হিসেবে ব্যবহার করে থাকে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০ টায় সেই গোডাউনে অভিযান চালিয়ে ৭,২০,০০০ টাকা মূল্যের ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা এর একটি টীম।
গ্রেফতারকৃত আসামী সুমন পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তার সাথে আরও একজন আছেন। পলাতক মোঃ হাসানের (৩৮) সার্বিক সহযোগীতায় তারা সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের গোডাউনে মজুদ করে রাখে।
Last Updated on September 18, 2022 7:04 pm by প্রতি সময়