শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে এক যুবককে খুনের অভিযোগ ওঠেছে।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক আবদুল কুদ্দুস কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। পেশায় অটোরিকশা চালক কুদ্দুসের তিন বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে।
খুনের ঘটনা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সনজুর মোর্শেদ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, নিশ্চিন্তপুর গ্রামের আবদুস সালামের তিন ছেলের মধ্যে আবদুল কুদ্দুস মেঝো ছেলে। বুধবার সন্ধ্যায় কুদ্দুস কুমিল্লা নগরীর দক্ষিন চর্থায় তার শ্বশুরবাড়িতে ছিলো।
এদিন সন্ধার দিকে নগরীর শুভপুরের সোহাগ নামের এক ছেলে শ্বশুরবাড়ি থেকে কুদ্দুসকে ডেকে আনে। এসময় টিক্কাচর এলাকায় কুদ্দুস, সোহাগ ও সাগরসহ তিনজন দোকানে চা পান করছিলো । হঠাৎ করে সোহাগ টাকা চায় কুদ্দুসের কাছে। এ সময় কুদ্দুস সোহাগকে ২শ টাকা দেয়। টাকার পরিমান কম হওয়ায় সোহাগ তার সাথে থাকা ছুরি দিয়ে কুদ্দুসকে আঘাত করে।
এ ঘটনায় স্থানীয়রা আহত কুদ্দুসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে নিহত কুদ্দুসের পরিবার থেকে এ ঘটনায় মামলা করার জন্য কেউ (আজ সন্ধ্যা নাগাদ) থানায় যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, এখনো কেউ মামলা করেনি, তবে ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে।
Last Updated on May 25, 2023 8:46 pm by প্রতি সময়