কুমিল্লা নগরীর নেউরা এলাকায় এক যুবককে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। কী কারণে তাকে খুন করা হয়েছে বিষয়টি উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকা থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত যুবকের নাম শাহআলম। সে নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় এলাকার নুরু মিয়া ছোট ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের মাথায়, ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। বিষয়টি উদঘাটনের চেষ্টা শুরু করেছে পুলিশ। আর লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেও কিছু একটা জানা যাবে। আমরা আশপাশের সিটি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।
Last Updated on February 24, 2024 6:42 pm by প্রতি সময়