কুমিল্লা নগরীর উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত পুরনো গোমতী নদী থেকে অপু হোসেন (৩৫) নামে এক নেশাগ্রস্ত যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
রবিবার (২৯ আগষ্ট) সকালে ই যুবকের লাশ উদ্ধার করা হয়।সে নগরীর মোগলটুলি এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম।
স্থানীয়রা জানান, রবিবার সকালে পুরনো গোমতী নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয়রা আরো জানান, অপু নেশা করতো।
খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর ঘটনাস্থলে পৌঁছান।এ সময় নদী থেকে লাশ উদ্ধারের পাশাপাশি নিহত অপুর শার্টের পকেটে এক পুড়িয়া গাঁজা পাওয়া যায়।
কমল কৃষ্ণ ধর আরো জানান, উদ্ধার হওয়া লাশে কোনরুপ আঘাতের চিহ্ন ছিলো না। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে পানিতে ডুবে মারা গেছে
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 29, 2021 8:01 pm by প্রতি সময়