[ঘটনায় জড়িত সন্দেহে দুই জন আটক]" />
ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী মিথুন ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ তিনি মারা যান।
কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর চেয়ারম্যান গলির বাসিন্দা লিটন মিয়া পুত্র মিথন ভূঁইয়া কুমিল্লার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবিকতা’র ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর ছিলেন।
ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার বেলা ১টার দিকে নগরীর প্রফেসরপাড়া এলাকা থেকে দুই জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মো. মেরাজ ও তার সহযোগী শরিফুল ইসলাম রাসেল।তারা বজ্রপুর চেয়ারম্যান গলি এলাকার বাসিন্দা।
নিহত মিথুন ভূঁইয়ার বাবা লিটন মিয়া জানান, ২৫ আগস্ট তার ছেলে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মেরাজ হঠাৎ এসে মিথুনকে উপর্যপুরি ছুরিকাঘাত করেন।এতে তার তিনটি আঙুল বিচ্ছিন্ন ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়।মিথুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবিকতা’র কো-অর্ডিনেটর ছিলেন।এলাকায় মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে প্রচার চালানোয় তাদের রোষানলে পড়ে সে। মাদক ব্যবসায় বাধা দেয়ায় তার ছেলেকে প্রাণ দিতে হলো।
এদিকে ঘটনার দিন স্থানীয়রা মিথুনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে শুক্রবার সকালে সে মারা যায়।
কোতয়াল মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, ‘মিথুনকে হত্যার অভিযোগে মেরাজ ও রাসেলকে আটক করা হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল (শনিবার) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।’
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 27, 2021 8:11 pm by প্রতি সময়