কোরবানীর সময় যত ঘনিয়ে আসছে হাটগুলো পশু বেচাকেনা জমে উঠছে। এসময়ে উন্নত জাতের দামি গরু নিয়ে মাতামাতিতে থাকলেও কুমিল্লা নগরীতে সবশ্রেণির মানুষের নজর পড়েছে রেইসকোর্সে। এখানে স্থায়ী বা অস্থায়ী পশুর হাট না বসলেও সৌখিন ও মৌসুমি এক পশু ব্যবসায়ির হাত ধরে জমে উঠেছে খাসি বিক্রির পসরা। উন্নত জাতের এক লাখ টাকা দামের খাসি মিলবে নগরীর রেইসকোর্সে।
কুমিল্লা নগরীর এক সৌখিন ব্যাবসায়ি উত্তর বঙ্গ থেকে এক লাখ টাকা দামের কয়েকটি খাসি এনেছেন। ইষ্টার্ণ প্লাজার উল্টো পাশে এল.এস প্লাজার মালিক আনোয়ার হোসেন বুধবার (২৯ জুলাই) দিনাজপুর থেকে নিজের জন্য ও বিক্রির জন্য বড় সাইজের ৪৫ টি খাসি আনেন। এর মধ্যে কয়েকটি খাসি রয়েছে বেশ বড়। দাম হাঁকছেন এক লাখ টাকা। তবে ৫০ হাজার টাকা দামের ২টি খাসি বিক্রি হলেও লাখ টাকা দামের খাসি এখনো বিক্রি হয়নি।
ব্যাবসায়ী আনোয়ার হোসেন জানান, ফার্মের গরুর জন্য দিনাজপুর গিয়েছিলাম। পছন্দের গরু না পেয়ে সখ করে উন্নত জাতের গৃহস্থ পর্যায়ে পালিত খাসি কিনে এনেছি। এখানে ১০ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা দামের খাসি রয়েছে।
তিনি আরো জানান, ৪ টি খাসির মধ্যে ১০টি খাসি পরিচিতজনদের মধ্যে বিক্রি হয়ে গেছে। আগ্রহী ক্রেতারা প্রয়োজনে আনোয়ার হোসেনের ব্যক্তিগত ০১৬৮৯-৭৬১৬৬২ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বর্তমানে এসব খাসি এলএস প্লাজার ( আখন্দ হাসপাতাল বিল্ডিং) এর পার্কিংয়ে রাখা হয়েছে। বুধবার দুপুর থেকে উন্নত জাতে বড় বড় খাসি দেখতে ক্রেতা ছাড়াও উৎসুক মানুষ ভীড় করছেন।
Last Updated on July 29, 2020 12:40 pm by প্রতি সময়