কুমিল্লা নগরীর চাঁনপুর হারুন প্রাইমারি স্কুল সংলগ্ন পরিত্যক্ত ডাষ্টবিন থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত একটি পা উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই খন্ডিত পা উদ্ধার করা হয়।এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, ‘স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে একটি পা ও একটি স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত খণ্ডিত পা হাঁটু পর্যন্ত কাটা অবস্থায় পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তবে এ পা কার তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।সোমবার (২৫ জানুয়ারি) ওই পা শনাক্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।’
এদিকে খণ্ডিত পা উদ্ধারের খবরে শত শত মানুষ সেখানে ভিড় জমান। স্থানীয়রা জানান, হারুন স্কুলের পশ্চিম দিকের সড়কে ওই ডাস্টবিনের কাছাকাছি এলাকায় একটি বেসরকারি ক্লিনিক রয়েছে।হয়তো পা-টি ক্লিনিকের কেউ ডাষ্টবিনে ফেলে যেতে পারে।
Last Updated on January 24, 2021 10:31 pm by প্রতি সময়