কুমিল্লা নগর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) কুমিল্লার ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি জানান, তাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
গ্রেফতাকৃতরা হলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হাবিবুর সাহরীন সায়ের।
অপরজন কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ মিয়া।
Last Updated on November 9, 2024 9:01 pm by প্রতি সময়