স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলো কুমিল্লা নামে কোন বিভাগ হবে না। তাই আমি বলে যেতে চাই কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই বিভাগ হবে। বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীন এবং বহির্বিশ্বের ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাকে কাজ করতে হবে। প্রতিটি মানুষেরই যার যার স্থান থেকে কিছু দায়িত্ব রয়েছে, আমরা যদি সবাই যার যার দায়িত্ব পালন করি এই সরকার সফল হবে ইনশাআল্লাহ।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর ও উপজেলা সদরের ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের মনে করে ভারতের আর্শীবাদ ছাড়া ক্ষমতায় আসা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা যদি তাই মনে করেন তাহলে আমি বলব শেখ হাসিনার চেয়ে বেশি কারোর উপর এত বেশি আর্শীবাদ ছিল না ভারতের। তারপরও শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাই কারোর আর্শীবাদের আশায় না থেকে জনগনের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করুন।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী শাহ্ জুন্নুন বসরি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পিতা প্রধানশিক্ষক বিল্লাল হোসেন, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল নূরুল মোমেন খাঁন, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর আ ন ম ইলিয়াছ, সাবেক আমীর মনসুর মিয়া, উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মুফতি সাদেকুল ইসলাম, উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মজিবুল ইসলাম, ব্যারিস্টার নাছির আলম, জাহের মুন্সী, মনিরুল হক জর্জ, মিনহাজুল ইসলাম, অ্যাডভোকেট ওবায়দুল্লাহ হক, কামরুল হাছান, সমন্বয়ক তরিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার ২২টি ইউনিয়নের নানা শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুমিল্লা জেলার ৩৫ শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
Last Updated on November 30, 2024 9:46 pm by প্রতি সময়