শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনে লুৎফুর সভাপতি পারভেজ সাধারণ সম্পাদক জীবন সাংগঠনিক

নেকবর হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১০০ দেখা হয়েছে

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দৈনিক আমাদের সময় পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন।

প্রায় সাত বছর পর শনিবার (৩০ জুলাই) বেলা তিনটায় কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহসভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২জন, সহ সাধারণ সম্পাদক পদে ২ জন, সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া পদে ২জন এবং পাঠাগার সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনে ৫৬ জন ভোটারের মধ্যে ৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তারমধ্য ৩টি ভোট বাতিল বলে গন্য হয়। মোট প্রাপ্ত ভোটে প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মো. লুৎফর রহমান ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক রূপসী বাংলা পত্রিকার বার্তা সম্পাদক আসিফ তরুণাভ। তিনি ১৪ ভোট পেয়ে দ্বিতীয় হন। এছাড়াও সভাপতি পদে দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা পেয়েছেন ৪ ভোট এবং একাত্তর টিভির স্টাফ রিপোর্টার এনামুল হক ফারুক পান ৯ ভোট।

সহসভাপতি পদে দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম ৩৭ ভোট পেয়ে ১ম সহ সভাপতি, ডেইলি অবজারভারের কুমিল্লা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল ৩৫ ভোট পেয়ে ২য় সহসভাপতি এবং নিউ এইজ এর জেলা প্রতিনিধি ইয়াসমিন রীমা ৩২ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় পত্রিকার কুমিল্লা প্রতিনিধি সাইয়েদ মাহমুদ পারভেজ ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন পেয়েছেন ১৭ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ূন কবির জীবন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু পেয়েছেন ২০ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে সময় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি বাহার রায়হান ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ূন কবির রনি ১৪ ভোট পেয়ে পরাজিত হন।

দপ্তর সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টি ফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদুর রহমান ২৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন ২৩ ভোট পেয়ে পরাজিত হন।

পাঠাগার সম্পাদক পদে দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বার্তা সম্পাদক হাবীবুর রহমান খান ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন জাকির ২২ ভোট পেয়ে দ্বিতীয় এবং জসীম উদ্দিন কনক ৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে দৈনিক শ্রমিকের বার্তা সম্পাদক আরিফ সেলিম ওপেল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাপ্তাহিক বিবর্তনের সম্পাদক দিলিপ মজুমদার পেয়েছেন ১২ ভোট।
এছাড়াও অর্থ সম্পাদক পদে তাওহীদ হোসেন মিঠু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নেকবর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন।
কার্যনির্বাহী সম্পাদক পদে মোতাহার মাহবুব, অধ্যাপক জালাল উদ্দিন, ওমর ফারুকী তাপস, মাহবুব আলম বাবু, সেলিম মুন্সি বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

Last Updated on July 30, 2022 10:33 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102