কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষক কে সম্মাননা দিয়েছে কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতি। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লা ক্লাব মিলনায়তনে ওই সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে সমিতির সদস্য সন্তানদের, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।
সমিতির সভাপতি এডভোকেট মো. জহিরুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৮( বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি এম এ আজিজ, মুজিবুর রহমান, নাসিরউদ্দিন, উপদেষ্টা আবদুর রউফ চৌধুরী ও আবদুল মান্নান, বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ শাহনুর আলম, সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু , সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ও বিশিষ্ট চিকিৎসক দীপংকর লোধ, চিকিৎসক বাসুদেব দাস, সম্মাননাপ্রাপ্ত শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোহাম্মদ আইনুল হক ও বর্তমান প্রক্টর কাজী ওমর সিদ্দিকী ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ন রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক সোহাগ।
অনুষ্ঠানে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকার এতো শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত। এটা আমাকে আপ্লুত করেছে। তাঁদের হাত ধরে বরুড়া এগিয়ে যাবে। তাঁরাই জ্ঞানের আলো জ্বালাতে পারবেন।
সম্মাননাপ্রাপ্ত ১৬ শিক্ষক হলেন- মোহাম্মদ আইনুল হক, কাজী ওমর সিদ্দিকী হাসান হাফিজুর রহমান, ফাহমিদা বেগম, ফেরদৌস জাহান, আফরিনা আক্তার মিশু , সুমাইয়া আফরিন সানী, আমেনা বেগম, কুলছুম আক্তার স্বপ্না, মাহিনুর আক্তার, মাকসুদুর রহমান, অরুপা সরকার, মাছুম বিল্লাহ, নাদিয়া সারোয়ার, নাহিদা আফরোজ ও মো. তোফায়েল হোসেন মজুমদার। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
পরে সমিতির পক্ষ থেকে কুমিল্লার বরুড়া উপজেলার মনোহরপুর গ্রামের যমজ দুই বোন খাদিজা আক্তারকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ও নুসরাত জাহানকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রয়াত প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন লোধ মেধাবৃত্তি দেওয়া হয়। এছাড়া সমিতির ৩৫ জন সদস্য সন্তানকেও বৃত্তি দেওয়া হয়। দুঃস্থ ও দরিদ্র মেধা বৃত্তি পেয়েছে পাঁচজন। এদের প্রাইজবন্ড ও চেক দেওয়া হয়। পর্যায়ক্রমে সমিতির আজীবন সদস্য, সাধারণ সদস্য, কার্যকরি সদস্য, উপদেষ্টামণ্ডলীর সন্তানেরাও এই বৃত্তি পাবেন।
Last Updated on July 28, 2023 7:38 pm by প্রতি সময়