কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ডেপুটি রেজিষ্ট্রার মোহাম্মদ জাকির হোসেন জানান, গত সোমবার তাকে ও তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের উপাচার্যের (ভিসি) কক্ষে নাজেহাল, চাকরি থেকে বিতাড়িত করার হুমকি ও গালমন্দ, অপমান. অপদস্ত করায় সাত শিক্ষকের বিরুদ্ধে বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত অনুযায়ি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বুধবার জিডি করেছেন।
জিডিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, ফার্মেসী বিভাগের প্রভাষক মোঃ কামরুল হাসান, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আবু তাহের, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক আলীমুল রাজীসহ অজ্ঞাত নামা ১৫/২০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
জিডিতে ডেপুটি রেজিষ্ট্রার মোহাম্মদ জাকির হোসেন উল্লেখ করেন, গত সোমবার বিকেলে দাপ্তরিক কাজে উপাচার্যের কক্ষে তিনি ও পরিচালক দেলোয়ার হোসেন পূর্বঅনুমতিক্রমে উপাচার্যের কক্ষে প্রবেশ করার পর আগে থেকে উপাচার্যের কক্ষে অবস্থান করা উল্লেখিত শিক্ষক ও অজ্ঞাত আরও কিছু লোক তাদের দুইজনকে দেখে অশ্লীল ভাষায় গালমন্দ ও মারমুখি আচরণ করে। শিক্ষকরা ডেপুটি রেজিষ্ট্রার ও পরিচালককে ধাক্কা দিয়ে উপাচার্যের কক্ষ থেকে বের করার চেষ্টা করে। তখন তারা উপাচার্যের সাহায্য চাইলে শিক্ষকরা আরও বেশি উগ্র হয়ে ওঠে। একপর্যায়ে হট্টগোলের আওয়াজ শুনে অফিসার্স এসোসিয়েশনের অন্যান্যরা এগিয়ে এলে তারাও শিক্ষকদের খারাপ আচরণের শিকার হন। শিক্ষকরা ডেপুটি রেজিষ্ট্রারসহ অন্যান্য কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি ও চাকরি থেকে বিতাড়িত করার হুমকি দেন।
জিডিতে ডেপুটি রেজিষ্ট্রার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অফিসারদের চাকরি ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শংকিত হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।
Last Updated on February 22, 2024 8:30 pm by প্রতি সময়