কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানবিক সংগঠন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) ব্যবসায় প্রশাসন অনুষদ কক্ষে রমজানের আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনায় রমজানের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মুফতি গোলাম মোস্তফা শাহ।
এসময় সংঠনের সভাপতি আসাদুজ্জামান মিরাজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক কাজী আনিছুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ রাজু এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো: জসিম উদ্দিনসহ কমিটির জেলা ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
Last Updated on March 24, 2024 8:27 pm by প্রতি সময়