কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) নির্বাচন কমিশনার সবুজ বডুয়া, দিলশাদ পারভীন ও মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিলে জানা যায়, আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১৮ জুলাই বিকাল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ১২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও ২০ জুলাই বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে অফিসার্স এসোসিয়েশন কার্যালয়ে জমা দিতে হবে।
প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একইদিন বেলা ২টায়।
এতে সমিতির সদস্যরা প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট প্রদান করতে পারবেন। ভোট গণনা শেষে একইদিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
Last Updated on July 18, 2023 6:52 pm by প্রতি সময়