কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। পাসের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ১০ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে মেয়ে পরীক্ষার্থী ৬৩ হাজার ৬৭০ জন এবং ছেলে ৪৬ হাজার ৯৮৫ জন। মোট পাস করেছে ৮৩ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে, মেয়ে ৪৯ হাজার ১৫৩ জন এবং ছেলে ৩৪ হাজার ৬১৬ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৫৫ জন। এর মধ্যে মেয়ে ৩ হাজার ৫২৩ জন, ছেলে ২ হাজার ১৩২ জন।
Last Updated on November 26, 2023 4:00 pm by প্রতি সময়