কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। এ বছর ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১ লাখ ৪৩ হাজার ২১৬ জন।
এবারে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি পাস করেছে বিজ্ঞান বিভাগে। কম পাস করেছে মানবিকে।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ, মানবিকে পাস করেছে ৬১ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৭৯ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী।
শুক্রবার (২৮ জুলাই ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯১দশমিক ২৮ শতাংশ। এবার পাসের হার কমেছে ১৩ শতাংশের বেশি।
Last Updated on July 28, 2023 3:26 pm by প্রতি সময়