কুমিল্লা সিটি করপোরেশন গঠনের প্রায় ৯ বছর পর প্রথমবারের মতো গঠিত হল বাংলাদেশ কৃষক লীগের কুমিল্লা মহানগর কমিটি।
কুমিল্লা কোতয়ালী থানা কৃষক লীগের সাবেক সাধারন সম্পাদক মো. খোরশেদ আলমকে আহবায়ক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সোহেল হায়দার ও কেটিসিসিএ লিমিটেডের সহ-সভাপতি জোনায়েদ শিকদার তপুকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্যের কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রিয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত এ কমিটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রিয়ভাবে ঘোষণা করা হয়। কমিটির সকল সদস্যই কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি অনুসারী বলে জানা গেছে।
এদিকে নবগঠিত কুমিল্লা মহানগর কৃষক লীগের আহবায়ক কমিটির নেতৃৃবন্দকে অভিনন্দন জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এবং সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত।
কমিটির অন্য সদস্যরা হলেন- হাসান আহমেদ, মোশারফ হোসেন চৌধুরী মিশু, আব্দুল মালেক মেম্বার, শওকত আকবর, শেখ জহির, ফারহানা পারভিন, সালাউদ্দিন আহমেদ সোহেল,হাজী আয়ুব আলী, অপু দাশ, আব্দুস ছালাম সেলিম, কাশেম মেম্বার, গিয়াস উদ্দিন, এমদাদুল হক, আবুল কাশেম, আবদুল হালিম শেখ, তাজুল ইসলাম, খোরশেদ আলম ও মামুনুর রশিদ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 29, 2020 11:14 pm by প্রতি সময়