কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশনের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন-কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আরফানুল হক রিফাত, যুগ্ম-সাধারন সম্পাদক আতিক উল্লাহ,সাংগঠনিক সম্পাদক,আবদুল হাই বাবলু, শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন আহমেদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক পৌর কমিশনার কাইয়ুম খান বাবুল, সাবেক পৌর কমিশনার ও সমাজ সেবক আবদুল সালাম মাসুক, কুমিল্লা মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক এ কে এম আব্দুল কাইয়ুম প্রমুখ নেতৃবৃন্দ।
# কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা।
বুধবার (২৫ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটে আবুল কাশেম রৌশন কুমিল্লা নগরীর থিরাপুকুর পাড় এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার আসরের নামাজের পর থিরাপুকুর পাড় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে থিরাপুকুরপাড় কবরস্থানে দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী অঙ্গণের নেতৃবৃন্দসহ স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 25, 2021 9:47 pm by প্রতি সময়