দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার মুরাদনগর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এমপি জাহাঙ্গীর আলম সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মুরাদনগরের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন উপজেলার ২১জন ইউপি চেয়ারম্যান।
সোমবার দুপুরে এমপি জাহাঙ্গীর আলম সরকারের ঢাকাস্থ বাস ভবনে ইউপি চেয়ারম্যানরা উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
যোগদান করা ইউপি চেয়ারম্যানরা হলেন – ভিপি জাকির হোসেন, কাজী আবুল খায়ের, কাজী তুফরিজ এটন, কামাল উদ্দিন খন্দকার, ইকবাল বাহার, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, আব্দুস সামাদ মাঝি, গোলাম কিবরিয়া খোকন, রহিম পারভেজ, আবুল কালাম আজাদ, আবু মুসা, শুকলাল দেব, শিমুল বিলাল, আরমান হোসেন,শেখ জাকির হোসেন, ইকবাল হোসেন সরকার, তৈবুর রহমান তুহিন, বাহার খান, আবুল বাশার খান, আবু মুছা আল কবির, জাকির হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু। জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম স্বপন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে উপজেলার অধিকাংশ ইউপি চেয়ারম্যান নৌকার প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনের পক্ষে কাজ করেন। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার বিপুল ভোটে বিজয়ী হন।
Last Updated on January 16, 2024 12:59 pm by প্রতি সময়