কুমিল্লা আদর্শ সদর উপজেলার শহরতলীর কুমিল্লা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জেলা পরিষদের অর্থায়নে শহীদ মিনারের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রেলওয়ে উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী হেলাল উদ্দিন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ সহিদুল ইসলাম চপল, ঠিকাদার মোঃ সিরাজুল ইসলাম, মাওলানা মকবুল হোসেনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক/শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।
৫২ এর ভাষা শহীদের স্বরণে দৃষ্টি নন্দন ডিজাইনের শহীদ মিনার নির্মাণের জন্য জেলা পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয় সভাপতি অ্যাডভোকেট টুটুল।
উল্লেখ্য, কুমিল্লা জেলা পরিষদের আর্থায়নে কুমিল্লা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে ৮ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মাণ কাজ কাজটি করছে মেসার্স তাসকিয়া এন্টারপ্রাইজ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 24, 2021 7:51 pm by প্রতি সময়