কুমিল্লা লালমাই উপজেলার ভাবকপাড়ায় একটি পাঞ্জেগানা মসজিদ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের বিষয়টিকে পুঁজি করে দুর্বৃত্তরা মসজিদের প্রতিষ্ঠাতার সঙ্গে বিভিন্ন মামলা-মোকদ্দমার জেরে আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১১ আগস্ট) সকালে মসজিদের সভাপতি ও মোতায়ালী এবং কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, প্রায় আট বছর ধরে গ্রামের মুসুল্লিরা মসজিদটিতে পাঞ্জেগানা নামাজ আদায় করে আসছে। মসজিদটি ২০১৬ সালে ওয়াকফ দলিল নং ৭৩৮৫ এর অন্তর্ভুক্ত সম্পত্তি। গ্রামের একটি মহল মসজিদটি প্রতিষ্ঠার শুরু থেকেই বিরোধিতা করে আসছে। সম্প্রতি সরকার পতনের পর দেশজুড়ে যে সহিংসতা শুরু হয়, এ সুযোগকে পুঁজি করেই দুর্বৃত্তরা শুক্রবার মধ্যরাতে মসজিদটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে মসজিদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়। সেনাবাহিনীর একটি টহল টিম ক্ষতিগ্রস্ত মসজিদটি পরিদর্শন করেছেন।
মসজিদের সভাপতি আগুন দেওয়ার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
Last Updated on August 11, 2024 3:49 pm by প্রতি সময়