কুমিল্লায় ১২৩ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করেছে র্যাব। বুধবার (৬ জুলাই) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২৩ বোতল বিদেশী মদসহ চাঁনপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে মোঃ নূর হোসেন শাপলা কে আটক করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন- প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Last Updated on July 7, 2022 12:46 am by প্রতি সময়