রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

কুমিল্লা শহরতলীর চম্পকনগরে কাউসার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গ্রেফতার

এম এইচ মনির, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১৪৬ দেখা হয়েছে
# কাউসার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মনির হোসেন।

কুমিল্লা শহরতলীর চম্পকনগর এলাকার সেলুন কর্মচারী কাউসার হত্যা রহস্য উদঘাটন ও মূল পরিকল্পনাকারী মনির হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতার আসামী মনির হোসেন মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের মৃত আবদুল মজিদ ওরফে মজু মিয়ার পুত্র এবং কাউসার হত্যা মামলার এজাহারনামীয় আসামী।

খুনের ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে বুধবার (২৫ আগস্ট) বিকেলে কুমিল্লার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে মনির হোসেন।।বৃহস্পতিবার (২৬ আগস্ট) কুমিল্লা পিবিআই’র প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কুমিল্লা পিবিআই ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ এপ্রিল রাত ৮ টার দিকে কুমিল্লা শহরতলীর চম্পকনগর (সাতোরা ) এলাকায় ইকবালের বাড়ির সামনে মায়ের দোয়া নামক সেলুনে খুন হয় কাউসার (২৭)। কাউসার মুরাদনগর এলাকার কেমতলী গ্রামের আবদুল বারেকের পুত্র। এ ঘটনায় কাউসারের বড় ভাই আবুল কালাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ৪ জন এজহার নামীয় আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার ৪ নং আসামী মনির হোসেন। থানা পুলিশ প্রায় ১ বছরের বেশি সময় ধরে তদন্ত শেষে মনির হোসেনকে বাদ দিয়ে আদালতে কাউছার হত্যা মামলার অভিযোগ পত্র দাখিল করে। এতে বাদী না রাজি প্রদান করলে বিজ্ঞ আদালত মামলাটি অধিক তদন্তের জন্য পিবিআই কুমিল্লা কে দায়িত্ব প্রদান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই কুমিল্লা উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া জানান, কাউছার খুনের ঘটনায় মনির হোসেনের সংশ্লিষ্টতা পেয়ে গত মঙ্গলবার তাকে নারায়নগঞ্জের রূপসা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, শহরতলীর চম্পকনগর সাতরা এলাকায় ইকবালের বাড়ির সামনে মােেয়র দোয়া সেলুন দোকান একসময় ভাড়ায় চালাত গ্রেফতারকৃত আসামী মনির হোসেন। সে ২০১৭ সালে দোকানটি ৪০ হাজার টাকার বিনিময়ে কাউসারের নিকট হস্তান্তর করে। পরে মনির অন্যান্য জায়গায় কাজ করে সুবিধা করতে না পেরে কাউছারের দোকানটি পুনরায় ফেরত দিতে প্রস্তাব দেয়। এতে কাউছার রাজি হয়নি। পরে সে কাউসারকে ভয় ভীতি প্রদর্শন করে দোকান থেকে উঠিয়ে দিতে তার পরিচিত স্থানীয় বখাটে রাব্বি,শুভ,শান্ত ও ভোলনকে ৫ হাজার টাকার বিনিময়ে ঠিক করে। তারা ভয়-ভীতি দেখাতে গিয়ে কাউছারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শুভ চুরি দিয়ে কাউছারের বুকে আঘাত (গাই মারে) করেন। এতে কাউছার ঘটনাস্থলে মারা যান। আসামীরা দ্রুত পালিয়ে যায়।

মামলায় মনির হোসেন ৪ নং আসামী হলেও সে থানা পুলিশের অভিযোগ পত্র থেকে বাদ পড়লেও সে আত্মগোপনে থেকে ছদ্ম নাম ধারন করে। পিবিআই এর ডিআইজি বনোজ কুমার এর দিক নির্দেশনায় এবং জেলা ইউনিটের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল এর সহযোগীতায় কাউছার হত্যার রহস্য উদযাটন ও মুল পরিকল্পনাকারীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। গত বুধবার বিকেলে ঘটনার সত্যতা স্বীকার করে ১৬৪ ধারার আদালতে মনির হত্যার দায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, কাউছার হত্যাকান্ডের মুল পরিকল্পনার বিষয়ে কিছু তথ্য পেলে তা যাছাই-বাছাই ও স্বাক্ষ্য প্রমান মিললে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে সত্যতা স্বীকার করে এবং মূল পরিকল্পনাকারী হিসেবে আদালতে স্বীকরোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।     

Last Updated on August 26, 2021 11:25 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102