কুমিল্লা সদর উপজেলা পরিষদের অর্থায়নে ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুমিল্লা মেডিকেল কলেজ রোড হতে বারপাড়ার পশ্চিমপাড়া মুরাদপুকুর পাড় পর্যন্ত সড়কের ৩৩ লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইকরণ কাজের উদ্বোধন হয়েছে।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের সার্বিক সহযোগিতায় কুমিল্লার উন্নয়ন কাজের অংশ হিসেবে সড়কটির ঢালাই কাজ উদ্বোধনের আগে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মোঃ জাবেদ হোসেন, কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব মীর লিটন, যুব ও ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান শ্যামল, সদস্য সন্জয় দাশ, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহজাহান শাজু মেম্বার, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক, ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজের ঠিকাদার মোঃ কামাল হোসেন চৌধুরী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মালেক মাস্টার।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 2, 2021 9:02 pm by প্রতি সময়