রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তারুণ্যের উৎসবে মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : মনোহরগঞ্জে জামায়াতের নায়েবে আমির সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ চৌদ্দগ্রামের নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি তাবলিগের তালিম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ কুমিল্লা নগরীতে ৫০ হাজার টাকা জরিমানা গুনলো টপ টেন মার্ট ও হোম স্টপ জাবিরের কবিতা ‘ডাক এসেছে’ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন ব্রাহ্মণপাড়ায় রান্নার আগুনে দগ্ধ গৃহবধূকে বাঁচানো গেলোনা ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুইজন আটক কুবিতে রকিব-মাসায়িদের নেতৃত্বে টাঙ্গাইলের বন্ধন

কুমিল্লা শহরের উন্নয়নে সঠিক পরিকল্পনায় সাক্কু কোনো কাজ করেনি : এমপি বাহার

নেকবর হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ দেখা হয়েছে

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু’র কর্মকান্ডের সমালোচনা করে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, সাক্কু মেয়র থাকাকালে কুমিল্লা শহরে একটি প্ল্যানও সঠিকভাবে হয়নি। সবগুলো টাকার বিনিময়ে হয়েছে। সে একটি প্ল্যান পাশ করতে ৮০ লাখ টাকা পর্যন্ত নিয়েছে। সাক্কু ডাকাত। কুমিল্লা শহরের উন্নয়নে সঠিক পরিকল্পনায় সে কোনো কাজ করেনি। একটা বিল্ডিংও পরিকল্পিতভাবে হয়নি। যার কারণে বৃষ্টি আসলে শহর ডুবে যায়। কুমিল্লার মানুষের কাছ থেকে লুট করা টাকা সাক্কু কানাডায় নিয়ে গেছে। আমি খোঁজ নিয়ে জেনেছি- সেখানে সে ডেভেলপারের ব্যবসা করে। মেয়েকে কানাডায় পাঠিয়েছে। ক’দিন পর পর স্বামী-স্ত্রী কানাডায় যায়। আপনাদের টাকা সে কানাডায় নিয়ে গেছে।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখার মাঠে কুমিল্লা মহানগরীর ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।

 

আওয়ামী লীগের মনোয়ন ঠিক না থাকার কারণে এতোদিন সাক্কু মেয়র হয়েছিলেন উল্লেখ করে এমপি বাহার বলেন, আওয়ামী লীগের সঠিক প্রার্থী না থাকার কারণে একজন দুর্নীতিবাজ চোরকে কুমিল্লার মানুষ মেয়র বানিয়েছ। আমার কোনো দোষ নাই। আমার প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। এবারের সিটি নির্বাচনের আগে বিষয়টি আমি আপাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছি। আমি বলেছি, আপা রিফাতকে মনোনয়ন দেন। রিফাত পাশ না করলে আমার বিচার করবেন। আপনি যে শাস্তি দিবেন, আমি মাথা পেতে নেবো। এরপর রিফাতকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলো কুমিল্লাবাসীর ভোটে রিফাত মেয়র নির্বাচিত হয়েছে। এখন কুমিল্লার সব উন্নয়ন কাজ পরিকল্পিতভাবে হবে। যারাই বাড়ি-ইমরাত নির্মাণ করবেন, মালামাল নির্দিষ্ট সীমানার মধ্যে রাখতে হবে। রাস্তায় রড-সিমেন্ট-ইট-বালু রেখে নির্মাণ কাজ করা যাবে না। আমার কর্মীদেরকেও বলছি, নির্দিষ্ট সীমানার মধ্যে মালামাল রেখেই নির্মাণ কাজ করতে হবে। শহরে বড় বড় যতো বিল্ডিং আছে, সব বিল্ডিংয়ের ব্যাজমেন্ট খালি রাখতে হবে, গাড়ি ঢুকতে হবে।

 

 

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানিয়ে হাজী বাহার বলেন, ‘কয়েকমাস পরেই জাতীয় নির্বাচন। নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের উন্নয়ন নিরাপদ। আজকে সময় এসেছে শেখ হাসিনার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আগামীর সুন্দর বাংলাদেশের জন্য শেখ হাসিনার পক্ষে কাজ করতে হবে। ইনশাল্লাহ যতো বাধাই আসুক শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে।

 

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, আতিক উল্লাহ খোকন, আবদুল হাই বাবলুসহ নেতৃবৃন্দ।

 

সম্মেলনে মোঃ আব্দুল কুদ্দুস সভাপতি ও কে এম আব্দুল কাইয়ুম সাধারণ সম্পাদক করে ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

Last Updated on September 6, 2023 9:52 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102