এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর উত্তরপত্র পুন:নিরীক্ষনের জন্য ২৭ হাজার ৬০জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুন:নিরীক্ষনের জন্য আবেদন করেন।এরমধ্যে গণিত বিষয়ে সর্বোচ্চ আবেদন জমা পড়ে।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরদিন ২৯ জুলাই থেকে ৪ আগষ্ট পর্যন্ত অনলাইনে ২৭ হাজার ৬০জন শিক্ষার্থীর উত্তরপত্র পুন:নিরীক্ষনের আবেদন গ্রহণ করা হয়।এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের ২৭ হাজার ৬০ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুন:নিরীক্ষনের জন্য অনলাইনে আবেদন করে। ২৪টি বিষয়ের মধ্যে গণিতে সবচেয়ে বেশী ৮ হাজার ৪৪০টি আবেদন জমা হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জামাল নাছের বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুন:নিরীক্ষনের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাচাই শেষে আগামী ২৮ আগষ্ট ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগষ্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
Last Updated on August 8, 2023 2:31 pm by প্রতি সময়