শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা মুরাদনগরে পলিথিন ব্যাগের বিপণন ও ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচারণা কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নেতৃত্বে নাঈম-নয়ন শুক্র ও শনিবার শিক্ষার্থীদের পরিবহন সেবা দিবে কুবি প্রশাসন দাউদকান্দিতে বিদেশী পিস্তলসহ এক যুবক গ্রেফতার র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত দাউদকান্দিতে গ্রেফতার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট বন্টনসহ নীতিমালা প্রকাশ  কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-লরির ত্রিমুখি সংঘর্ষে অন্তত ৩০জন আহত আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন অনুষ্ঠিত #বিশ্বজোড়া তরিক্বতের কালজয়ী পথিকৃৎ খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ) -মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.) যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিল্লাল গ্রেফতার লাকসামে স্বামীর সঙ্গে ঝগড়া, অতঃপর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা টাউনহলের মাঠজুড়ে বিপ্লবী শিক্ষার্থীদের গ্রাফিতি # শিক্ষার্থীদের শিল্পকর্ম নতুন বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের স্বাক্ষী প্রাইভেটকারের ডিকিতে ৮০ কেজি গাঁজা, হাইওয়ে পুলিশের হাতে একজন আটক ব্রাহ্মণপাড়ায় গার্মেন্টস ব্যবসায়ী খুন কুমিল্লা নগরীতে নিষিদ্ধ পলিথিনের খুঁজে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মুরাদনগরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুল ছাত্রের পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন সাবেক এমপি কায়কোবাদ জামায়াতকে শেষ করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা নিজেরা শেষ হয়ে গেছে : সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ‘আমার মা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের হাল ধরেছিল, পরে দলটি একটি পরিবারের হাতে বন্দি হয়ে গেল’ দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুমিল্লা শিক্ষাবোর্ডে বেড়েছে পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা কুমিল্লা মডার্ন হাই স্কুল

সাদিক মামুন
  • আপডেট টাইম রবিবার, ১২ মে, ২০২৪
  • ৫৬ দেখা হয়েছে

এবছর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। পাশের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারে পাশের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ।

 

আজ রবিবার (১২ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে । বেলা সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে এ ফলাফল প্রকাশিত হয়।

 

রবিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েভ সাইটে ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লায় বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ, যা গত বছরের পাসের হার থেকে দশমিক ৮১ শতাংশ বেশি ।এবার কুমিল্লা বোর্ড জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ শিক্ষার্থ। যা গত বছরের চেয়ে ৪৭৭ জন বেশি।

 

এদিকে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে
সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল। এই প্রতিষ্ঠান থেকে ৬৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে ১ হাজার ২২০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১হাজার ২১৩জন।

 

অপরদিকে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৩৮৫ জন জিপিএ-৫ পেয়েছে।

 

কুমিল্লা জেলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৩৬ জন। ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৭ জন। ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩২ জন।

 


এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এক হাজার ৭৮০টি বিদ্যালয়ের এক লাখ ৭৯ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ৭৪ হাজার ৭৩০ জন এবং ছাত্রী এক লাখ ৪ হাজার ৫৯৫ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪২ হাজার ৮১ জন। এদের মধ্যে ছাত্র ৫৮ হাজার ৭৮২ জন এবং ছাত্রী ৮৩ হাজার ২৯৯ জন। অকৃতকার্য হয়েছে ৩৭ হাজার ২৪৪ জন। এবার পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন।

 

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, বিগত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এবারে এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ তুলনামূলকভাবে বেশি পেয়েছে।

Last Updated on May 12, 2024 2:18 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102