এবছর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। পাশের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারে পাশের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ।
আজ রবিবার (১২ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে । বেলা সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে এ ফলাফল প্রকাশিত হয়।
রবিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েভ সাইটে ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লায় বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ, যা গত বছরের পাসের হার থেকে দশমিক ৮১ শতাংশ বেশি ।এবার কুমিল্লা বোর্ড জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ শিক্ষার্থ। যা গত বছরের চেয়ে ৪৭৭ জন বেশি।
এদিকে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে
সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল। এই প্রতিষ্ঠান থেকে ৬৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে ১ হাজার ২২০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১হাজার ২১৩জন।
অপরদিকে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৩৮৫ জন জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা জেলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৩৬ জন। ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৭ জন। ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩২ জন।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এক হাজার ৭৮০টি বিদ্যালয়ের এক লাখ ৭৯ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ৭৪ হাজার ৭৩০ জন এবং ছাত্রী এক লাখ ৪ হাজার ৫৯৫ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪২ হাজার ৮১ জন। এদের মধ্যে ছাত্র ৫৮ হাজার ৭৮২ জন এবং ছাত্রী ৮৩ হাজার ২৯৯ জন। অকৃতকার্য হয়েছে ৩৭ হাজার ২৪৪ জন। এবার পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, বিগত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এবারে এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ তুলনামূলকভাবে বেশি পেয়েছে।
Last Updated on May 12, 2024 2:18 pm by প্রতি সময়