জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন সাধ পূরণ পূর্ণতা পায় এ মাসেই। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় অর্জিত হয় এ মাসের ১৬ ডিসেম্বর।বিজয়ের এই মাসেই নানা আয়োজনে সবার চেতনায় ধ্বনিত হবে মুক্তিযুদ্ধের বিজয়গাঁথার স্মৃতিচারণ আর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
মহান এ বিজয়ের মাস উদযাপনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এবারো মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্নিল আলোকসজ্জা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালী, ক্রীড়া প্রতিযোগীতা, র্যাফেল ড্র, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
বিজয়ের মাসজুড়ে বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও পরে প্রীতি ভলিবল খেলার মধ্য দিয়ে বিজয়ের মাস জুড়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।
এ সময় শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই মাসে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বহু আগেই সুখি সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ হতো।তবে অনেক বাঁধা বিপত্তির মাঝেও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন।আমরা সেই লক্ষ্যের সারথী হতে চাই। মুজিববর্ষকে নতুন প্রজন্মের মাঝে স্মরনীয় করে রাখতে চাই।
এসময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মোহাম্মদ ছানাউল্যাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, উপ- কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামানের, সিনিয়র সিষ্টেমস্ এনালিষ্ট প্রকৌশলী বিকাশ চন্দ্র মল্লিক, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হক, উপসচিব (একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া, শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সহকারী পোগ্রামার ও (একান্ত সচিব) সুমন রায়,কম্পিউটার ডাটা অপারেটর মোঃ আরিফ হোসেন,কোষাধ্যক্ষ মোঃ নাইম হোসেন জনিসহ বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারী।
Last Updated on December 7, 2023 8:17 pm by প্রতি সময়