শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় জেলের জালে ভয়ংকর সাকার মাছ কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও দেশিয় অস্ত্রসহ সাতজন গ্রেফতার কুমিল্লার বুড়িচংয়ে সমাজের সুবিধা বঞ্চিতরা পেলো মিথলমা সমাজ কল্যাণ ট্রাস্টের ইফতার সামগ্রী কুমিল্লার দাউদকান্দিতে তিশা বাসের চাপায় অটো রিকশার দুই যাত্রী নিহত ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অনুশীলন ও অধ্যাবসায়ে গুরুত্ব দিয়ে জীবন গড়ে তুলতে হবে : দি অপটিমিষ্টস্ বাংলাদেশ’র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে : আবুল হাসেম খান এমপি কুমিল্লার বুড়িচংয়ে ৯৯ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দাউদকান্দিতে ১৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর মুন্সিগঞ্জে বেওয়ারিশ তালিকার লাশটি কুমিল্লার মুরাদনগরের প্রকৌশলী ইমতিয়াজের কুমিল্লার ছয় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর মুরাদনগরে বিশ্ব পানি দিবসে আলোচনা ও র‍্যালী অনুষ্ঠিত আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই : মুরাদনগরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন  মুরাদনগরে চতুর্থ দফায় ভূমিহীন ১১৫ পরিবার পাবে নতুন ঘর সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক : আবুল হাসেম খান এমপি দাউদকান্দিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হোমনায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন 

কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ছালামকে বিদায়ী সংবর্ধনা প্রফেসর জামাল নাছেরকে বরণ

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ দেখা হয়েছে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালামের চাকুরী থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা ও নবাগত চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছেরের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষাবোর্ড মিলনায়তনে সারাদেশের শিক্ষা পরিবারের অতি পরিচিত মুখ ও সজ্জন ব্যক্তি হিসেবে খ্যাত দুই শিক্ষাবিদের বিদায়- বরণ অনুষ্ঠানে শিক্ষাবোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীরা আবেগঘন ও আনন্দমুখর পরিবেশে অংশ নেন।

 

বোর্ডের কলেজ পরিদর্শক ও বিদায়-বরণ সংবর্ধনা কমিটির আহবায়ক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে বরেণ্য অতিথি নব যোগদানকৃত চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো, আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো, ছানাউল্যাহ ও সহকারী কলেজ পরিদর্শক মো, আবদুল খালেকসহ বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড, শফিকুল ইসলাম, উপ কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, কুমিল­া মহিলা সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হাসনাত আলাউদ্দিন, কুমিল­া শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো, আবদুল খালেক প্রমুখ।

 

এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড হুমায়ুন কবির ও কুমিল্লা মহিলা সরকারি কলেজের শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপবিদ্যালয় পরিদর্শক মো, কামরুজ্জামান।

 

এর আগে সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম কুমিল্লা শিক্ষা বোর্ডের নব-যোগদানকৃত চেয়ারম্যানের প্রফেসর মোঃ জামাল নাছেরকে আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার প্রদান করেন এবং বোর্ডের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের বর্তমান দক্ষ ও কর্মঠ কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতার কারণে সারাদেশে মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড ইতিমধ্যে অনেক সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। আমি চেষ্টা করেছি আমার সততা ও নিষ্ঠার সাথে বোর্ডের সকল কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে। আশা করি বর্তমানে নব যোগদানকৃত চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের এই বোর্ডেরই একজন দক্ষ কর্মকর্তা হিসেবে ইতিপূর্বে চাকুরী করে গেছেন। তাই আমার অবর্তমানে অসমাপ্ত কাজগুলো তিনি সঠিক ভাবে সম্পন্ন করবেন।

 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সন্তান প্রফেসর মো. আবদুস ছালাম ২০১৯ খ্রিষ্টাব্দের ৩০ মে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি কুমিল্লা বোর্ডের সচিব পদে কর্মত ছিলেন। কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ছিলেন প্রফেসর মো. আবদুস ছালাম।
প্রফেসর মো. আবদুস ছালাম প্রেষণ মুক্ত হয়ে আজ ( ২৮ সেপ্টেম্বর) যোগদান করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) । তিনি আগামি ২৯ সেপ্টেম্বর থেকে পিআরএল এ যাবেন (পোস্ট রিটায়ারমেন্ট লিভ) অবসর উত্তর ছুটি। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পরে এই ছুটি পেয়ে থাকেন।

 

প্রসঙ্গত , বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যন পদে প্রফেসর মো.জামাল নাছের কে পদায়ন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জামাল নাছের ২০১৫ সালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক হিসাব নিরীক্ষা পদে যোগদান করেন। পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার পদায়ন হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন এর আগ পর্যন্ত তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর খ্যাত প্রফেসর জামাল নাছের শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করায় উল্লসিত বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা।

Last Updated on September 27, 2022 11:30 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102