মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কবিরাজি ও হারবাল চিকিৎসার নামে চলছে প্রতারণা বিশ্বের উন্নত চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব : এমপি বাহার ছিনতাই করে পালিয়েও রক্ষা হলোনা যাত্রীবেশী দুই যুবকের অধুনা থিয়েটারের নতুন কমিটির নেতৃত্বে ডাঃ মুজিব রহমান ও সঞ্জীব তলাপাত্র ঐতিহ্যের কুমিল্লার খাদি : টিকিয়ে রাখতে প্রয়োজন সঠিক প্রচারণা সন্তানদের বঙ্গবন্ধুকে ভালোবাসতে শেখান : এমপি বাহার নামেই স্পেশালাইজড ! অভিযানে হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা পুলিশি বাধায় কুমিল্লায় বিএনপির পদযাত্রা পন্ড কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতায় ১১০ ছাত্রের অংশগ্রহণ মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০ কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়েে প্রবাসী কল্যাণ সেলর কার্যক্রম শুরু যে দলেরই হোক চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না : এমপি বাহার কুমিল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বঙ্গবন্ধুর সমাধিতে কুমিল্লা জেলা আ.লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ভাই বোন নিহত চরের মানুষের জীবন মানোন্নয়নে বার্ডের প্রশিক্ষণ কর্মশালা  নগরীর টিক্কাচরে অটোচালক হত্যাকাণ্ডে জড়িত দুইজন গ্রেফতার মুরাদনগরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বুড়িচং মোকাম  ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

কুমিল্লা সদরের দুর্গাপুরে ভূমিহীন সেজে স্বামী-স্ত্রী বাগিয়ে নিয়েছে খাসভূমি

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৬১৯ দেখা হয়েছে

ছবি: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের রঙ্গপুর মৌজার মদিনগর, হালিমানগর গ্রামে সরকারি খাসভূমির এখানেই মিলেছে ভূমিহীন সেজে স্বামী-স্ত্রীর নামে বন্দোবস্তীয় জমি।

নিজের বসতঘর ছাড়াও রয়েছে জমি। সচ্ছলভাবে চলছে গোটা পরিবার। তারপরও ভূমিহীন সেজে স্বামী-স্ত্রী বাগিয়ে নিয়েছে খাসভূমি। তাদের মালিকানাধীন কিছু সম্পত্তি বিক্রিও করেছেন খাসভূমি বন্দোবস্ত পাওয়ার পর। ভূমি বন্দোবস্ত পাওয়ার প্রায় চার বছর পর প্রকৃত তথ্য গোপনের এঘটনা প্রশাসনের নজরে এসেছে মাস খানেক আগে। স্থানীয় একটি সমবায় সমিতি গত মাসে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর ওই বন্দোবস্ত বাতিলের আবেদন করে। একই সাথে স্থানীয় লোকজন মিথ্যা তথ্য দিয়ে ভূমিহীন সেজে খাসভূমি বন্দোবস্ত পাওয়া ব্যক্তির বিরুদ্ধে এধরণের প্রতারণামূলক কর্মকান্ডের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

ঘটনাটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের রঙ্গপুর মৌজার মদিনগর, হালিমানগর গ্রামের।

জানা গেছে, রঙ্গপুর মৌজার রংপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. বাবুল নিজেকে ভূমিহীন ও অসচ্ছল উল্লেখ করে রঙ্গপুর মৌজার মদিনগর হালিমানগরে মোকদ্দমা নং-২২/২০১৪-২০১৫, বিএস ৪০নং দাগের ৪ শতক ভূমি এবং তার স্ত্রী সেলিনা আক্তারকেও ভূমিহীন সাজিয়ে একই মৌজায় মোকদ্দমা নং-১২/২০১৫-২০১৬, বিএস ৩৮,৩৯নং দাগের ৩ শতক খাসভূমি বন্দোবস্ত পায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বাবুল ও তার স্ত্রী সেলিনা প্রকৃত ভূমিহীন নন। তাদের নামে রঙ্গপুর মৌজায় সাবেক দাগ নং ৬১, বিএস দাগ-২৪, দলিল নং-৩৬৪২, সাবেক দাগ ৬৮/৮, বিএস দাগ-৩৫, দলিল নং-৪০৪৪ এবং একই মৌজায় ১৬৪৮ নং দলিল ও ১৬৪৯ নং দলিল মূলে ভূমি রয়েছে। এসব ভূমি থেকে বেশ কিছু ভূমি খাসভূমি বন্দোবস্ত পাওয়ার পর ২০১৮ সাল থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বিভিন্ন জনের কাছে বিক্রি করেছেন।

এদিকে গত ১৫ জুলাই ৩নং দুর্গাপুর ইউনিয়নের সমতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আলী আশরাফ কুমিল্লা জেলা প্রশাসক বরাবর মো. বাবুল ও তার স্ত্রী সেলিনা আক্তার প্রকৃত ভূমিহীন নন উল্লেখ করে তাদের বন্দোবস্ত বাতিলের আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে প্রশাসন কাজ শুরু করে।

এবিষয়ে জানতে চাইলে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আবদুল মালেক মুঠোফোনে বুধবার দুপুরে বলেন, ‘ভুমিহীন হিসেবে বন্দোবস্ত পাওয়া বাবুল ও তার স্ত্রীর প্রায় ১৭ শতক ভূমির মালিকানা বিষয়ে কাগজপত্র পাওয়া গেছে। সেই হিসেবে তারা প্রকৃত ভূমিহীন নন। মিথ্যা তথ্য দিয়ে তারা খাস ভূমি বন্দোবস্ত নিয়েছেন। বিষয়টি এসিল্যান্ড স্যারকে অবগত করার পর ৪/৫দিন আগে এব্যাপারে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। লিজ বাতিলের বিষয়টি লিজ কমিটি দেখবে’।

ইউনিয়ন ভূমি অফিসের ওই কর্মকর্তা আরও বলেন, ‘রঙ্গপুর মৌজায় সরকারি ভূমি পরিমাপ করে লাল পতাকা ও সাইনবোর্ড লাগানো হয়েছে। এছাড়াও সরকারি সম্পত্তিতে একটি সমিতির অবৈধ স্থাপনাও ভেঙ্গে অপসারণ করা হয়েছে’।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

Last Updated on August 20, 2020 11:37 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102