কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বারাইপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহজাহান সাজুর বারাইপুর গ্রামের বসত ঘরে কোতয়ালী পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজু ঘর থেকে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ গণমাধ্যমে জানান, বুধবার ভোররাতের ওই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায় সাজু। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে অভিযানে শাহজাহান সাজুর বসত ঘরের খাটের তোশকের নিচে এবং ওয়ারড্রোবের ভেতর থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গুলি (৭.৬৫ এমএম), এক হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় পলাতক শাহজাহান সাজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on April 5, 2023 6:03 pm by প্রতি সময়