৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান পদে আহাম্মেদ নিয়াজ পাবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট হোসেনেয়ারা বেগম বকুল কে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে তিন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২১ এপ্রিল। ওইদিন পর্যন্ত ওই তিন প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি। ২৩ এপ্রিল তাদের মনোনয়ন পত্র যাছাই বাছাই শেষে বৈধ ঘোষনা করা হয়। আর কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বুধবার (১ মে) তিনজনকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.মুনীর হোসাইন খান জানান, দ্বিতীয় ধাপে কুমিল্লার আদর্শ সদর , সদর দক্ষিন ও বরুড়া উপজেলায় নির্বাচন হবে। ২১ এপ্রিল অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন কুমিল্লা আদর্শ সদরে প্রত্যেক পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মনোননয়পত্র বৈধ হওয়ায় এবং প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় এ উপজেলায় আর ভোটের প্রয়োজন হচ্ছে না। তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
এদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির আস্থাভাজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান আহাম্মেদ নিয়াজ পাবেল ও এডভোকেট হোসেনেয়ারা বকুলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা-অভিনন্দনের হাওয়া বইছে।
Last Updated on May 2, 2024 9:29 pm by প্রতি সময়