কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আরও চল্লিশটি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের ঠিকানা পেতে যাচ্ছেন। বুধবার (৯ আগষ্ট) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তাদের মাঝে হস্তান্তর করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ এ স্লোগান বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) উপজেলার ৪০টি পরিবারের হাতে ঘর ও জমি তুলে দেয়া হবে। বুধবার (৯ আগষ্ট) প্রধানমন্ত্রী সারা দেশের আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলা সম্মেলন কক্ষে এ প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড হোসেনে আরা বেগম বকুল। প্রেস ব্রিফিংয়ে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আমিনুল হক সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লা জেলায় আরও ৭৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হবে। সোমবার (৭ আগষ্ট) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জেলার আশ্রয়ণ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, কুমিল্লায় আশ্রয়ন প্রকল্প চতুর্থ পর্যায়ের অগ্রগতি ৯৬ দশমিক ৩৫ শতাংশ। এই পর্যায়ে বরাদ্দকৃত ১ হাজার ৬ শ ৬টি ঘরের মধ্যে ১ হাজার ২ শ ৪টি সম্পন্ন করা হয়েছে। ৯ আগষ্ট কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ৪০টি, সদর দক্ষিণ উপজেলার ১১০টি, বরুড়ায় ৩২টি, দাউদকান্দিতে ৯০ টি, মেঘনায় ৬৯টি, তিতাসে ৭৯ টি, হোমনায় ৩৩টি, মুরাদনগরে ১৭০ টি এবং বুড়িচংয়ে ২২টি ঘর হস্তান্তর করা হবে।
Last Updated on August 8, 2023 8:50 pm by প্রতি সময়