কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আরও ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন স্বপ্নের ঠিকানা।
বুধবার (৯ আগষ্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তাদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে কুমিল্লা সদরে ৩৬০ ভূমিহীন পরিবার জমিসহ ঘর পেল। এর আগে ৩২০ জন মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছিল।
বুধবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে উপহারের ঘর প্রদান করেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা শেষ প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল সহ অতিথিরা তাদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ স্লোগান বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) উপজেলার ৪০ টি পরিবারের হাতে ঘর ও জমি তুলে দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসেনে আরা বেগম বকুল, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আমিনুল হক, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মামুনুর রশীদ মামুনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা গন উপস্থিত ছিলেন।
Last Updated on August 9, 2023 11:53 pm by প্রতি সময়