প্রায় ১৭বছর পর কুমিল্লা সদরের চম্পকনগর সাতোরা গ্রামের রানা হত্যা মামলায় ৭জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৮জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো: জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এ সময় ৯ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এরমধ্যে দন্ডপ্রাপ্ত ৬জন পলাতক রয়েছেন।মামলায় ১৬ আসামীর মধ্যে ৪জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জুয়েল , শুভ, কাজল, শিপন, মোর্শেদ, আলাউদ্দিন ও রিপন। এর মধ্যে আলাউদ্দিন ও রিপন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫জন হলেন- বাদল, ইকবাল, জহিরুল ইসলাম, আনোয়ার ও সোহেল। এরমধ্যে বাদল ও ইকবাল পলাতক রয়েছেন।
কুমিল্লার আদালতের এপিপি এডভোকেট রফিকুল ইসলাম জানান, ২০০৬ সালে পূর্ব শত্রুতার জের ধরে পহেলা মে রাতে হত্যা করা হয় চম্পকনগর এলাকার স্যানিটারি মিস্ত্রি রানাকে। এ ঘটনায় রানার বাবা জাহাঙ্গির খান ছয়জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী তদন্তে আরো দশ জনকে আসামি করে মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে মামলার তদন্ত কর্মকর্তা।
মামলার বাদী নিহত রানার বাবা জাহাঙ্গীর খান দীর্ঘ ১৮ বছর পর ছেলে হত্যার বিচারের রায়ে সন্তোষ প্রকাশ করেন।
Last Updated on June 18, 2023 7:35 pm by প্রতি সময়