কুমিল্লা জেলায় প্রায় ১০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টার দিকে নগরীর সিটি কর্পোরেশনে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র আরফানুল হক রিফাত।
এসময় প্যানেল মেয়র কাউন্সিলর হাবিুল আল আমিন সাদী ও প্যানেল মেয়র কাউন্সিলর মনজুর কাদের মনিসহ সিটিকপোরেশনের কাউন্সিলর ও স্বাস্থ্যকর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হয়।
জেলার ১৭উপজেলা ও সিটি করপোরেশনের ৪ হাজার ৯৩২টি কেন্দ্রে ৯হাজার ৮৬৪জন স্বাস্থ্যকর্মী স্বেচ্ছাসেবকরা এই ক্যাপসুল খাওয়ান।
Last Updated on June 18, 2023 8:56 pm by প্রতি সময়