কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে কুমিল্লার প্রথম নারী মেয়র নির্বাচিত হওয়ায় নিজের বিজয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন এবং নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমপি বাহারকন্যা তাহসীন বাহার সূচী। তাঁর অভূতপূর্ব বিজয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানাতে নগরীর রামঘাট এলাকায় মহানগর আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ঢল নামে লোকজনের। দলের নেতা-কর্মী, সমর্থক ছাড়াও রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এমনকি শিশুরাও ফুলেল শুভেচ্ছা-অভিনন্দন জানাতে জমায়েত হন নগর আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে।
রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচী এ ফুলেল ভালোবাসা জাতির পিতার প্রতি উৎসর্গ করেন। নির্বাচন শেষ হওয়ার পর শনিবার সন্ধ্যা থেকেই নবনির্বাচিত নগরকন্যা সূচী দলীয় নেতা-কর্মী, সমর্থক, স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের অগণিত শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভাসছিলেন সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরপর রবিবার বিকেলে বাঁধভাঙা উচ্ছ¡াসে ফুল হাতে শুভেচ্ছা জানাতে জনতার ঢল নামে মহানগর আওয়ামী লীগ কার্যালের সামনে। হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সূচী আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিজয়ের আনন্দোশ্রও চোখের কোনে টলমল করতে থাকে। এসময় তাঁর পিতা কুমিল্লার গণমানুষের নেতা অভিধা পাওয়া চারবারের এমপি আকম বাহাউদ্দিন বাহার ও মাতা মেহেরুন নেসা বাহার সঙ্গে ছিলেন।
ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানাতে আসা হাজারো মানুষের উদ্দেশ্যে নবনির্বাচিত মেয়র সূচী বলেন, আমার এ জয় আপনাদের জয়। কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন। দলের নেতা কর্মী সমর্থকরা অনেক পরিশ্রম করে এ বিজয়ের পথকে তরান্বিত করেছেন। আমাকে আল্লাহর অশেষ কৃপায় সম্মানের জায়গায় স্থান করে দিয়েছেন। আমি আপনাদের কাছে বড় বেশি ঋনী হয়ে গেলাম। আমি যেনো সঠিকভাবে আমার দায়িত্ব পালনের মধ্যদিয়ে আপনাদের তথা নগরবাসীকে প্রকৃত সেবা দিয়ে সেই ঋনশোধ করতে পারি এজন্য আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
# রিপোর্ট : সাদিক মামুন
Last Updated on March 10, 2024 10:01 pm by প্রতি সময়