উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কুসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এ চার প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন।
তিনি জানান মেয়র পদে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরমধ্যে মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শেষ দিনে যে চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও গত সিটি নির্বাচনে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন মনিরুল হক সাক্কু ছাড়া বাকি তিন প্রার্থীই নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন।
Last Updated on February 13, 2024 8:01 pm by প্রতি সময়