জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ এর বর্ণাঢ্য উদ্বোধন হল কুমিল্লা সেনানিবাসে। কুমিল্লা এরিয়ার প্রায় ১০ হাজার সামরিক এবং ৭০ হাজার বেসামরিক জনবল ম্যারাথনে অংশগ্রহণ করবেন।
জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এ আয়োজন মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
তিনি প্রধান অতিথি হিসেবে রবিবার (১০ জানুয়ারি) সকালে কুমিল্লা সেনানিবাসের এম.আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে বেলুন ও পায়রা উড়িয়ে ম্যারাথনের শুভ সূচনা করেন। পরে সেনানিবাসের অভ্যন্তরে ৫ কিলোমিটার এলাকায় তাঁর নেতৃত্বে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন সেনানিবাসের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকতা ও সদস্যরা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি এরিয়া কমান্ডার, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন বলেন, আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অন্তরে ধারণ করে দেশপ্রেমে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত থাকতে হবে।
Last Updated on January 10, 2021 2:13 pm by প্রতি সময়